Tirupati (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ ফের প্রকাশ্যে তিরুপতি মন্দির (Tirupati Temple) নিয়ে টিডিপি ও বিজেপির (BJP)কোন্দল। এবার পূর্বতন জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে তিরুপতি মন্দিরের প্রণামী বাক্স থেকে ১০০ কোটি টাকা চুরির অভিযোগ আনলেন বিজেপি নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে প্রকাশ্যে আনা হয়েছে সিসিটিভি ফুটেজও। তিরুমালা তিরুপতি দেবস্থনমের সদস্য ভানু প্রকাশ রেড্ডির অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সাল পাঁচ বছরে মন্দির থেকে বিপুল টাকা সরানো হয়েছেন। রবি কুমার নামে মন্দিরের এক কর্মীর মাধ্যমেই এই টাকা আত্মসাৎ করেছে পূর্বতন জগন মোহন রেড্ডির সরকার, এমনটাই অভিযোগ এনেছেন ভানু প্রকাশ। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অন্ধ্রের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ছেলে নাড়া লোকেশ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মন্দিরের প্রণামী বাক্সের টাকা গোনার সময় হাতের কারসাজিতে টাকা থলিতে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি টিডিপির তরফে। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই টিডিপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অন্ধ্রপ্রদেশবাসীর একাংশ।

তিরুপতি মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি, জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির