নয়াদিল্লি: তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি (Honorary Doctorate degree) পেলেন। সামিয়া সুলুহু হাসান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত রবিবার ভারত সফরে আসেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University)-এর তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান (Tanzanian President Samia Suluhu Hassan) -কে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
দেখুন
#WATCH | Delhi: Tanzanian President Samia Suluhu Hassan gets conferred with an Honorary Doctorate (Honoris Causa) degree at Jawaharlal Nehru University. pic.twitter.com/9UUj0BVHE6
— ANI (@ANI) October 10, 2023
ইভেন্টে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, "এই সাম্মানিক ডিগ্রিটি আমার ইতিহাসে চিরকালের জন্য খোদিত হয়ে থাকবে, কোনও বিদেশ থেকে প্রথম আমি এই সম্মান পেলাম।"
দেখুন
VIDEO | "This honorary confer degree will forever be etched in my history as the first to be awarded to me by a foreign country," says Tanzania president Samia Suluhu Hassan at the event where she is being confered Honorary Doctorate n by the Jawaharlal Nehru University. pic.twitter.com/TCTBcMOVIt
— Press Trust of India (@PTI_News) October 10, 2023