চেন্নাই, ১১ নভেম্বরঃ চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে (Chennai-Bengaluru National Highway) ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সরকারী এবং বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন যাত্রী। আহত হয়েছেন ৬০ জনের বেশি। শনিবার সাত সকালে বাস দুর্ঘটনায় (Tamil Nadu Road Accident) দুই বাসের সামনের অংশ একেবারে ভেঙেচুড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে কন্টেনার গাড়ির ধাক্কায় মৃত ২
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে একের পর এক অ্যাম্বুলেন্সেরের ভিড় জমে। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুরুষ সহ এক মহিলার। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন রিথিকা (৩২), মহম্মদ ফিরোজ (৩৭), বি অজিত (২৫), সরকারী বাস চালক কে এলুমালাই (৪৭)। হাসপাতালে মৃত্যু হয়েছে বেসরকারি বাস চালক এন সায়েদের।
দুর্ঘটনাগ্রস্থ বাস...
Head on Collision between 2 Buses in #TamilNadu near Vaniyambadi.
5 killed
Om Shanti 🙏#BusAccident #Death #vaniyambadi #Accident pic.twitter.com/6gArDfOnkj
— Jasmeen Kaur (@JasmeenIndian) November 11, 2023
এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, শনিবার ভোর ৪টে নাগাদ চেত্তিয়াপ্পানুর কাছে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে বাস দুর্ঘটনাটি ঘটে। সরকারী বাসটি এসে ধাক্কা দেয় বেসরকারি বাসে। আহতদের উদ্ধার করে তিরুপত্তুর জেলার ভানিয়াম্বাদি সরকারি হাসপাতাল এবং ভেলোরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।