নয়াদিল্লিঃ তামিলনাড়ুতে (Tamil Nadu) ফের জোরদার ‘হিন্দি আরোপ’ বিতর্ক । রাজ্যে আনা হচ্ছে হিন্দি (Hindi) ভাষার সব রূপ নিষিদ্ধ বিল, সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে ফের বিতর্কের সূত্রপাত। তবে এই খবর 'সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন' বলে দাবি মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন সরকারের।বিবৃতি দিয়ে রাজ্যবাসীকে এই বিষয়ে আশ্বস্ত করল সরকারের ফ্যাক্ট চেক বিভাগ।
দ্রাবিড় মুননেত্র কাজগম (ডিএমকে) সরকারের ফ্যাক্ট চেক ইউনিটের তরফে সামাজিক মাধ্যম এক্সে জানানো হয়, "তামিলনাড়ূ সরকার হিন্দি ভাষা নিষিদ্ধ করার মতো বিল আনছে-এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা নেই। এই বিষয়ে কোনও প্রস্তাব জমা পড়েনি। এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।"
অন্যদিকে এই ভুয়ো খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। ডিএমকে শিবিরকে কটাক্ষের সুযোগ ছাড়ছে না বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি-র তামিলনাড়ু শাখার সভাপতি কে. অন্নামালাই এক্স হ্যান্ডেলে লেখেন, "যেখানে অন্ধপ্রদেশে মুখ্যমন্ত্রী রাজ্যে এআই হাবের জন্য গুগলের সঙ্গে ১৫ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করছেন সেখানে তামিলনাড়ূর মুখ্যমন্ত্রী হিন্দি নিষিদ্ধ করার বিল আনায় ব্যস্ত। ডিএমকে-এর এই ধরনের রাজনীতি মানুষের জন্য ক্ষতিকর।" অন্নামালাইয়ের এই মন্তব্যের জবাব দিয়ে ও 'হিন্দি বাতিল' বিতর্ককে নস্যাৎ করে দিয়ে ডিএমকে সাংসদ পি. উইলসন বলেন, 'অ্যান্টি হিন্দি' বিলের দাবি সম্পূর্ণ ভুয়ো। ইতিমধ্যেই সরকারের ফ্যাক্ট চেক বিভাগ এই বিষয়ে বিবৃতি দিয়েছে। আর অন্নামালাই কি পাথরের নীচে বসে রয়েছেন? ইতিমধ্যেই রাজ্যে লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এনেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। সেই খবর তিনি রাখেন না?"
অ্যান্টি হিন্দি' বিল নিয়ে ফের বিতর্ক, এই রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে হিন্দি?
Stalin govt declares war on Hindi? Tamil Nadu bill to outlaw Hindi songs, movies: Sources. @AishPaliwal @PramodMadhav6 pic.twitter.com/6nxroVYBUb
— IndiaToday (@IndiaToday) October 15, 2025