প্রেমিকার সঙ্গে ঝগড়া অশান্তির জেরে নিজের দামী গাড়িটি জ্বালিয়ে দিতে দুবার ভাবলেন না তামিলনাড়ুর (Tamil Nadu) এক চিকিৎসক। বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে বচসায় জড়িয়ে নিজের মার্সেডিস বেঞ্জ (Mercedes-Benz) গাড়িতে আগুন ধরিয়ে দিলেন ওই চিকিৎসক। যে গাড়ির বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।
মাঝ রাস্তায় গাড়িতে আগুন জ্বলতে দেখে ভয় পেয়ে যান আশেপাশের মানুষজন। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ আসতেই পুরো বিষয়টা স্পষ্ট হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম কেভিন। তামিলনাড়ুর ধর্মপুরী এলাকার বাসিন্দা তিনি। কাঞ্চিপুরামের মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এর ডিগ্রি অর্জন করেছেন ২৮ বছরের কেভিন।
আরও পড়ুনঃ পারিবারিক কলহের জেরে মাঝ রাস্তায় স্ত্রীকে ছুরিকাঘাত স্বামীর, দেখুন সিসিটিভি ফুটেজ
এমবিবিএস সম্পর্ণ করে একটি বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করতেন কেভিন। নিজের কলেজের এক জুনিয়ার ছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। প্রায় দুই বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে রয়েছে তাঁরা। সূত্রের খবর, এদিন প্রেমিককে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছিলেন কেভিন।
সমস্যা শুরু হয় মাঝ পথে। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়, একটি ছেলে এবং একটি মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে তুমুল অশান্তি করতে দেখে সে। হঠাৎই ছেলেটা গাড়ি থেকে একটি ফাঁকা বোতল বের করে গাড়ির পেট্রোল ভরে তাতে। এরপর সেই পেট্রোল গাড়ির উপর ছড়াতে শুরু করেন। মেয়েটি তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে বাধা মানতে নারাজ। পেট্রোল ঢালা শেষ করা মাত্রই গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় কেভিন। পথ চলতি মানুষ মাঝ রাস্তায় গাড়িতে আগুন জ্বলতে দেখে ভয় পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ এসে গাড়ির আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ৪০ লক্ষ টাকার গাড়ির আর কোন কিছুই বাকি নেই।