শনিবার রাতে তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি (Nilgiri) জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গিয়েছে ৯ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। পুলশ সূত্রে খবর, উটিতে (Ooty) ভ্রমণে গিয়েছিলেন যাত্রীরা। শনিবার বাসটি যাত্রীদের নিয়ে কুনুর থেকে টেনকাসি যাচ্ছিল। বাড়ি ফেরার পথে ঘটে গেল চরম অঘটন (Tamil Nadu Bus Accident)। ৫৯ জন যাত্রী সহ ২ জন চালক ছিল দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহায্যের জন্যে ছুটে আসে। খবর যায় পুলিশে। উদ্ধারকারী দল তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করে যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের মধ্যে আটজন গতকাল রাতেই প্রাণ হারান। আজ রবিবার সকালে মৃত্যু হয়েছে ১ জনের। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
দুর্ঘটনার পর হাসপাতালের বাইরের চিত্র...
#WATCH | Tamil Nadu | 9 people were killed after a bus carrying 60 passengers, met with an accident near Coonoor in Tamil Nadu's Nilgiris district yesterday. The bus was on its way from Coonoor to Tenkasi with passengers who were on a tour to Ooty and were returning home; outside… https://t.co/vw9YJAdScK pic.twitter.com/1qSg1GKreZ
— ANI (@ANI) October 1, 2023
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (Tamil Nadu CM MK Stalin)। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।