নয়া দিল্লি, ১৭ মেঃ ভোটের মাঝে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সহকারীর বিরুদ্ধে আপ সাংসদ স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থার অভিযোগ নতুন করে রাজধানীর রাজনৈতিক পারদ চড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সহকারী বৈভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে এফআইআর দায়ের করে সাংসদ জানিয়েছেন, কেজরিওয়ালের বাসভবনে বৈভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। ঘটনায় আভ্যন্তরীণ আঘাতের কারণে দিল্লি এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্যেও নিয়ে যাওয়া হয় স্বাতীকে। তাঁর সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত খারাপ হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেল লিখেছেন আপ সাংসদ। এরপর শুক্রবার সকালে আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশের (Delhi Police) দল। অভিযোগকারী সাংসদের সঙ্গে কথা বলে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে যেতে পারে দিল্লি পুলিশ। কেজরির আবাসনে উপস্থিত পুলিশ এবং পুলিশ কর্মীদের বক্তব্য রেকর্ড করা হবে বলে খবর।
স্বাতীর বাড়িতে দিল্লি পুলিশের দল...
VIDEO | Delhi Police team arrives at AAP Rajya Sabha MP Swati Maliwal's residence.#DelhiNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/3B6KM02Zbr
— Press Trust of India (@PTI_News) May 17, 2024
সাংসদকে শারীরিক হেনস্থার প্রায় ২৪ ঘণ্টা পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিল আপ (AAP)। ঘটনায় দল যে স্বাতীর পাশে রয়েছে সেই বার্তা দিয়ে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লি মহিলা কমিশনের এক সদস্য। তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে ঘটনা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি প্রকাশ করা হয়নি কিংবা অভিযোগও দায়ের হয়নি। যা নিয়ে বিরোধীরা আক্রমণ শুরু করেছে দিল্লির শাসক দলকে।