Swamiji birthday celebration at belur math (Photo Credit: Youtube)

আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস। তাঁর জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৪১ তম জাতীয় যুব দিবস। স্বামীজির নিজের হাতে তৈরি বেলুড় মঠেও এদিন সকাল থেকে জন্মদিনের উৎসব। সকাল থেকেই লিলুয়া, বেলুড়, বালি–সহ নানা জায়গার বহু স্কুল থেকে ছাত্রছাত্রীরা স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করে বেলুড় মঠে উপস্থিত হয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

স্বামীজির জন্মদিবস উপলক্ষে এ দিন বেলুড় মঠ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে নানা অনুষ্ঠান শুরু হয়েছে। মঠ প্রাঙ্গনের মঞ্চে মূল অনুষ্ঠান শুরু হয় সকাল ন’টা ১৫ মিনিট নাগাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বেলুড়ের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ। প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর বৈদিক মন্ত্রোচ্চারণ করেন ।এ দিনের সব অনুষ্ঠান ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হবে।

স্বামীজির জন্মদিনের লাইভ অনুষ্ঠান 

 

রামকৃষ্ণ মিশনের প্রস্তাবিত অনুষ্ঠানসূচী অনুযায়ী পরবর্তী অনুষ্ঠানে রয়েছে  সালকিয়া ‘মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠ’–এর ছাত্রীদের উদ্বোধন সঙ্গীত পরিবেশন। বাংলায় প্রস্তাবনা রাখবেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের স্বামী ঊর্জিতানন্দ। রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যাপীঠের ছাত্ররা স্বদেশমন্ত্র পাঠ করবেন। এর পর থাকছে বেলুড় গার্লস হাই স্কুলের ছাত্রীদের গানের অনুষ্ঠান।

রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের বেদাতীতানন্দ হিন্দিতে প্রস্তাব উত্থাপন করবেন। থাকছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রদের গীতি আলেখ্য। চণ্ডীগড় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিৎসক বোধদীপ পাল হিন্দিতে বক্তৃতা করবেন। সিঁথি রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির (উচ্চমাধ্যমিক) হাইস্কুলের ছাত্ররা সঙ্গীত পরিবেশন করবেন। এর পর রয়েছে স্বামী তত্ত্বসারানন্দের সভাপতির ভাষণ। শেষে থাকছে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের ছাত্রদের সমাপ্তি সঙ্গীত।এই সব অনুষ্ঠানের পরে থাকছে রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের ছাত্রদের যোগব্যায়াম প্রদর্শন।

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে এ দিন বেলুড়ে প্রচুর ভক্ত সমাবেশ ঘটার সম্ভাবনাও রয়েছে। সেই উপলক্ষে দিনভর লক্ষাধিক মানুষের ভিড় নিয়ন্ত্রণে ও সমস্ত অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।