স্বামী চৈতন্যনন্দ সরস্বতী (ছবিঃX)

নয়াদিল্লিঃ কয়েকদিনের লুকোচুরির পর অবশেষে গ্রেফতার স্বামী চৈতন্যনন্দ সরস্বতী(Swami Chaitanyananda Saraswati )। ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল স্বঘোষিত বাবাকে। এছাড়াও শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা, জাল নম্বর প্লেটযুক্ত যানবাহন ব্যবহারা-সহ একাধিক অভিযোগ রয়েছে। আগ্রা থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে কআউট সার্কুলার জারি করা হয়েছিল। তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে মহারাজ চৈতন্যনন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে ১৫ জন মহিলা খাতায় কলমে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এই স্বঘোষিত বাবা আগে পার্থসারথী নামেও পরিচিত ছিলেন। আগেও বিভিন্নঅপরাধমূক অভিযোগে নাম জড়িয়েছিল তাঁর। ২০০৯ সালে ডিফেন্স কলোনি এলাকায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া ২০১৬ সালে বসন্ত কুঞ্জের এক মহিলাও তাঁর বিরুদ্ধে প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। সম্প্রতি মহারাজের বিরুদ্ধে তদন্তে নেমে বিলাসবহুল ভলভো গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজার দর প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। আবার সেই গাড়িতে রাষ্ট্র সংঘের ভুয়ো নাম্বার প্লেট লাগানো ছিল বলে অভিযোগ।

অবশেষে পুলিশের জালে কুখ্যাত মহারাজ স্বামী চৈতন্যানন্দ