Surya Kumar Yadav: আইপিএলে লাগা চোট সারিয়ে আসন্ন এশিয়া কাপ টি-২০-তে দেশকে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে দুনিয়ার এক নম্বর ব্য়াটার সূর্যকুমার জুলাইয়ে জার্মানিতে গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার সারেন। এরপর ধীরে ধীরে সেরে উঠে এনসিএ-র ট্রেনিং শুরু করেন। কদিন আগে শোনা যাচ্ছিল, চোট সারলেও ম্যাচ ফিট হতে সময় লাগায় এশিয়া কাপে খেলবেন না সূর্যকুমার। তাঁর বদলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু এখন জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন অধিনায়ক সূর্যকুমার। রোহিত শর্মার অবসরের সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ও গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল। পাশাপাশি সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কা, বাংলাদেশেও সিরিজ জেতে ভারত। রোহিতের অবসরের পর থেকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ১৬টি টি-২০ ম্যাচের মধ্যে ১৩টি-তে জেতে। সূর্যকুমারের মত এশিয়া কাপে খেলার কথা জশপ্রীত বুমরারও।
গত বছর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মার পর টিম ইন্ডিয়ার টি-২০ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে সূর্যকুমারের কাঁধে। মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার থেকে নেতৃত্বে সূর্যকুমারের ওপরেই বেশি আস্থা দেখিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। ক'মাস আগে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে অসাধারণ ব্যাটিং করে ৭১৭ রান করেছিলেন সূর্যকুমার।
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরবআমিরশাহির বিরুদ্ধে দুবাইয়ে। এরপর দুবাইয়ে টিম ইন্ডিয়া খেলবে পাকিস্তানের বিরুদ্ধে, ১৪ সেপ্টেম্বর। চার দলের গ্রুপে তাদের শেষ ম্যাচে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে, ১৯ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়া ফের মুখোমুখি হবে পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।