
নয়াদিল্লিঃ গ্রামের মেয়েদের যৌন হেনস্থা (Sexual Assault)। ৫২ বছরের বিধবা মহিলাকে ধর্ষণ(Rape)। দল বেঁধে অভিযুক্তকে খুন (Murder) করে দেহ পোড়াল গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জন নিখোঁজ। জানা গিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৬০। গ্রামের বহু মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ওই বৃদ্ধের বিরুদ্ধে।
ধর্ষণে অভিযুক্তকে খুন করে দেহ পোড়াল গ্রামের মহিলারা
গত ৩ জুন গ্রামেরই এক বিধবা মহিলাকে ধর্ষণ করে বৃদ্ধ। এরপরই ওই বৃদ্ধকে খুনের পরিকল্পনা করে ওই মহিলা। কয়েকজন প্রতিবেশীর সঙ্গে মিলে ওই বৃদ্ধকে খুন করার পরিকল্পনা করে সে। এরপরই গত ৮ জুন যখন নিজের ঘরে ঘুমচ্ছিল ওই বৃদ্ধ তখন তাকে আক্রমণ করে তারা। খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ জ্বালিয়ে দেওয়া হয়। গ্রামেরই এক নির্জন জায়গা থেকে উদ্ধার হয় শরীরের হাড় এবং অন্যান্য অংশ। ইতিমধ্যেও নির্যাতিতা মহিলা-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই মহিলা। এই ঘটনায় আরও ২ জন জড়িত রয়েছে বলে খবর। তাদের খোঁজ চলছে।
বিধবা মহিলাকে ধর্ষণ, দল বেঁধে অভিযুক্তকে খুন করে দেহ পোড়াল গ্রামের মহিলারা
Survivors Of Sex Assault Kill Accused In Odisha, Burn His Body https://t.co/IVWg8WXzaS pic.twitter.com/sYXRL6zAMs
— NDTV (@ndtv) June 9, 2025