চলে গেলেন দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর বাবা কৃষ্ণ (Superstar Krishna Dies)। তেলেগু ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা ঘটামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি ওরফে সুপারস্টার কৃষ্ণর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
মঙ্গলবার বর্ষীয়ান তেলেগু অভিনেতার প্রয়াণে ভেঙে পড়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা। সুপারস্টার কৃষ্ণর প্রয়াণকে (Superstar Krishna Dies) সিনেমা জগতের বিশাল ক্ষতি হিসাবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এদিন ট্যুইট করে নরেন্দ্র মোদী লিখেছেন, “কৃষ্ণ গুরু একজন কিংবদন্তি তারকা ছিলেন। যিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন দর্শকদের মন। এমন একজন অভিনেতার মৃত্যু সমগ্র সিনে দুনিয়া এবং বিনোদন জগতের কাছে বড় ক্ষতি। এই দুঃখের সময়ে তাঁর পরিবারের পাশে আছি আমি। ওম শান্তি”।
দেখুন প্রধানমন্ত্রীর ট্যুইটঃ
Krishna Garu was a legendary superstar, who won hearts of people through his versatile acting and lively personality. His demise is a colossal loss to the world of cinema and entertainment. In this sad hour my thoughts are with @urstrulyMahesh and his entire family. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) November 15, 2022
সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ৭৯ বছরের কৃষ্ণ মূর্তি (Krishna Murthy)। সঙ্গে সঙ্গেই তাঁকে হায়দ্রাবাদের কান্টিনেন্টাল হাসপাতালে আনা হয়। তবে শেষ রক্ষা হল না। মঙ্গলবার ভোররাত ৪ টে নাগাত মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার (Superstar Krishna Dies)। একেবারেই ভেঙে পড়েছেন অভিনেতা মহেশ বাবু (Mahesh Babu)। গত সেপ্টেম্বরেই মাকে হারিয়েছিলেন তিনি। এবার চলে গেলেন বাবাও। তাঁর পরিবারের এই বিশাল ক্ষতি কখনওই পূরণ হওয়ার নয়।