আজ হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2024)। জেলবন্দি স্বামী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জন্যে প্রার্থনা করতে বজরংবলীর শরণাপন্ন হলেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মার্চে ইডি-র হাতে গ্রেফতার হন মুখ্যমন্ত্রী। এক মাস হয়ে গিয়েছে দিল্লির তিহার জেলে রয়েছেন আপ আহ্বায়ক। দলের তরফে বারংবার অভিযোগ করা হচ্ছে, ডায়াবেটিক রোগী অরবিন্দকে জেলের মধ্যে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না। জেলের সামনে প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা। এরই মাঝে খবর, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা ৩২০-তে পৌঁছে গিয়েছিল। এরপরেই তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। এক জেলবন্দি, দুই অসুস্থ স্বামীর মঙ্গল কামনায় স্ত্রী সুনিতা মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে পুজো দিতে গেলেন রাজধানীর কনট প্লেসের হনুমান মন্দিরে।
হনুমান জয়ন্তীতে হনুমান মন্দিরে সুনিতা...
Delhi CM Arvind Kejriwal's wife Sunita Kejriwal offered prayers at Hanuman Temple in Connaught Place today, on Hanuman Jayanti. pic.twitter.com/gBda8oQCf4
— ANI (@ANI) April 23, 2024
মন্দিরের ভিতর মাথায় ওড়না, পুজোর ডালা হাতে সুনিতা কেজরিওয়ালের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বজরংবলীর সামনে ভক্তিভরে প্রার্থনা করতে দেখা গিয়েছে আপ সুপ্রিমোর স্ত্রীকে।