নয়াদিল্লি: ক্লাসে শিক্ষার্থী রয়েছে কিন্তু নেই শিক্ষক। ছত্তিশগড়ের (Chhattisgarh) রাজনন্দগাঁওয়ের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক না থাকায় চিন্তিত শিক্ষার্থীরা। ক্লাসে পড়ুয়া থাকলেও দিনের পর দিন ক্লাসে নেই শিক্ষক। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শিক্ষক ছাড়াই কোনোভাবে পড়াশোনা করে একাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ করলেও দ্বাদশ বোর্ডের পরীক্ষায় (12th Board Exams) ভয় পাচ্ছে। শিক্ষার্থীরা ৩ আগস্ট তাদের আবেদনপত্র নিয়ে ডিএম অফিসে পৌঁছায়। ডিএম তাদের ডিইও-র কাছে পাঠায়, কিন্তু সমাধানের পরিবর্তে, অফিসারের দুর্ব্যবহারে কান্নায় ভেঙে পড়ে পড়ুয়ারা।
স্থানীয় গণমাধ্যমে পড়ুয়ারা দাবি করেছে, ডিইওর সঙ্গে দেখা করে অভিযোগ করে যে তাদের স্কুলে উচ্চ মাধ্যমিক ক্লাসের জন্য কোনও শিক্ষক নেই, কিন্তু ডিইও তাদের বকাঝকা করে জিজ্ঞাসা করে তোমাদের আবেদন লিখতে কে শিখিয়েছে? এবং সেখান থেকে বার করে দেন।
পড়ুয়ারা গণমাধ্যমে কী বলল দেখুন-
Chhattisgarh | Students Reach out to DEO for Help Over No Teachers for 12th Board Exams, Get Threatened -WATCH #ViralVideo #Viral #Teacher #Students #Chhattisgarh #Education
Read More: https://t.co/ZvAtwGnlmE pic.twitter.com/tpavJE0ZV1
— TIMES NOW (@TimesNow) September 5, 2024
দেশের বিভিন্ন রাজ্যের স্কুলে শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ। সরকারি স্কুলে শিক্ষকের শূন্যপদ পূরণে বিলম্বের ফলে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।