নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কলেজে হাড়হিম করা ঘটনা। মেডিক্যাল কলেজের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ। তা জেনেও টানা ১০ দিন ধরে সেই জল খাচ্ছিল পড়ুয়া ও কর্মীরা। অবশেষে সেই জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার পচাগলা দেহ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়। সেখানকার মহাঋষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে একটি দেহ। যদিও দেহটি শনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ১০ দিন ধরে ওই ট্যাঙ্কের জলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। ট্যাঙ্কটি মেডিক্যাল কলেজের ছ'তলায় অবস্থিত। দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর সাফাইকর্মী ডেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই খবর প্রকাশ্যে আসতেই ই মহাঋষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. রাজেশ কুমার বার্নওয়ালকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার প্রাথমিক তদন্তের পর দেওরিয়া জেলাশাসক দিব্যা মিত্তল আরও জানিয়েছেন, ও কলেজের ছ'তলায় অবস্থিত সিমেন্টের ট্যাঙ্কের মুখ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু তা খোলা অব অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়। ওই দলকে দু'দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জলে পচা গন্ধ, সেই জলই পান করছিলেন সকলে, অবশেষে কলজের ট্যাঙ্ক থেকে উদ্ধার পচাগলা দেহ
Deoria Medical College Horror: Students Complain of Foul-Smelling Water, Decomposed Body Found in Tank; Principal Removed (Video) #Deoria #UttarPradesh #Crime @DeoriaPolice @gyanu999 @GangeshReporter
— LatestLY (@latestly) October 9, 2025
Read: https://t.co/EdVsiBTH1v
— LatestLY (@latestly) October 9, 2025