নয়াদিল্লিঃ ছাত্রভোট আবহে উত্তপ্ত (JNU) ক্যাম্পাস। পুলিশের (Police) সঙ্গে পড়ুয়াদের তুমুল সংঘর্ষ। ধাক্কাশাক্কি, লাঠিচার্জ, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বামপন্থী পড়ুয়া সংগঠনে। পাল্টা অভিযোগ খারিজ পুলিশের। ইতিমধ্যেই এই ঘটনার জেরে আটক ২৮ পড়ুয়া। জানা গিয়েছে, শুক্রবার ক্যাম্পাসে স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর একটি সভায় হিংসার ঘটনা ঘটে। এই ঘটনার পরও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে থানা ঘেরাওয়ের উদ্দেশে ক্যাম্পাস থেকে মিছিল বার করে একটি বামপন্থী ছাত্র সংগঠন। ব্যারিকেড করে ক্ষুব্ধ পড়ুয়াদের আটকানোর চেষ্টা করে পুলিশ। আর তাতেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পড়ুয়াদের অভিযোগ,তাঁদের উপর হামলা চালিয়েছে পুলিশ। যদিও পড়ুয়াদের এই দাবি নস্যাৎ করা হয়েছে পুলিশের তরফে। পাল্টা পুলিশের দাবি, সংঘর্ষের জেরে আহত পুলিশকর্মীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ২৮ জনকে আটক করেছে পুলিজ। আটক হওয়া পড়ুয়াদের মধ্যে রয়েছেন ন জেএনইউ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্তিয়া ফাতিমা এবং ইউনিয়নের সভাপতি নীতেশ কুমার।
ছাত্র ভোট আবহে উত্তপ্ত জেএনইউ ক্যাম্পাস, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ২৮ পড়ুয়া
After DUSU now students from ABVP and Left clashed in JNU. Student unions have become synonymous with lawlessness and anarchy across the country. Govt shall seriously consider ending the concept of having student unions in colleges and universities. pic.twitter.com/cKQow8mQAD
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) October 18, 2025