সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ কলেজের (College) বিভাগীয় প্রধানের হাতে দিনের পর দিন যৌন হেনস্থার (Sexual Harassment)  শিকার কু-প্রস্তাব, অশালীন ইঙ্গিত আর সব মুখ বুজে সহ্য করতে না পেরে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পড়ুয়া কিন্তু উল্টে জোটে হুমকি এই হেনস্থা সহ্য করতে না পেরে কলেজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা নির্যাতিতা ছাত্রীর বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই পড়ুয়া

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে শনিবার কলেজের মধ্যেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী এই ঘটনায় শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর তাঁকে বাঁচাতে গিতে ৭০ শতাংশ পুড়ে গিয়েছেন আর এক পড়ুয়া তাঁর অবস্থাও সঙ্কটজনক

জানা গিয়েছে, ওই কলেজের বিএড বিভাগের ছাত্রী ছিলেন ওই যুবতী কলেজের বিভাগীয় প্রধান তথা অধ্যাপক সমীর কুমার সাহুর লালসার শিকার হন মাঝেমধ্যেই নানা কুপ্রস্তাব দিতেন ওই অধ্যাপক পরে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি করতেন। তাতে রাজি না হলে দেওয়া হত হুমকী এই ঘটনা সম্বন্ধে জানত ক্লাসের বাকি পড়ুয়ারাও গত জুলাই সাহস জুগিয়ে কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটিতে অভিযোগ জানান ওই পড়ুয়া অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও কোনও লাভ হয় না ১০ দিনেরও বেশি সময় কেটে যাওয়া সত্ত্বেও উপযুক্ত পদক্ষেপ না করার মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ওই শিক্ষকের শাস্তির দাবিতে শনিবার কিছু সহপাঠীকে নিয়ে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখান ওই পড়ুয়া এরপরই আচমকা প্রিন্সিপালের ঘরের দিকে দৌড়ে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা শরীর তাঁকে বাঁচাতে গিয়ে পুড়ে যান তাঁর এক সহপাঠী ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

অধ্যাপকের যৌন হেনস্থার শিকার, কলেজের মধ্যেই গায়ে আগুন ছাত্রীর