সিসিটিভি ফুটেজ (X)

নয়াদিল্লিঃ করৌলির বর্ধমান নগরের গুরুকৃপা লাইব্রেরিতে (Library) ভয়াবহ ঘটনা। লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ুয়াকে আক্রমণ। গুরুতর আহত তরুণ শর্মা নামে এক পড়ুয়া। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই আহত পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে, এদিন ওই লাইব্রেরির মধ্যে বসে পড়াশোনা করছিলেন তরুণ। আচমকাই সেখানে এসে তাঁর উপর চড়াও হন শচীন গুর্জারের ও তাঁর দলবল। বিনা প্ররোচনায় তরুণের উপর হামলা চালায় তাঁরা। চলে মারধর। গুরুতর আহত হন তরুণ। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পড়ুয়ার উপর হামলা, শুরু তদন্ত

কী কারণে এই আক্রমণ তা যদিও এখনও অজানা। ওই যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণের বাবা রবিকান্ত শর্মা। ইতিমধ্যেই জ্যোতি উপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তাঁদের সনাক্ত করেছে পুলিশ। সেই সঙ্গেই তদন্তের স্বার্থে লাইব্রেরিয়ানকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক কী ঘটেছিল ঘটনার দিন তা জানার চেষ্টা করা হচ্ছ।

লাইব্রেরিতে দলবল নিয়ে হামলা, আক্রমণের শিকার পড়ুয়া, অবস্থা আশঙ্কাজনক