নয়াদিল্লিঃ সৎ ছেলেকে (Step Son) খুনের (Murder) অভিযোগ উঠল মায়ের উপর। চার বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহিলাকে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand)দইওয়ালা থানা এলাকার বুল্লাওয়ালা গ্রামে। জানা গিয়েছে, মৃত শিশুর বাবার নাম রাহুল কুমার। প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই প্রথম পক্ষের সন্তানের উপর অত্যাচার করত প্রিয়া। খুব সামান্য বিষয়ে ছেলের উপর অমানবিক অত্যাচার করা হত বলে দাবি রাহুলের।
আসল ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর। কাজ থেকে ফিরে ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ছোটেন রাহুল। সেখানেই শিশুটিক মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রাহুলের অভিযোগ, ছেলেকে ধাক্কা মেরে ফেলে খুন করেছে প্রিয়া। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে প্রিয়া। পুলিশি জেরায় সে জানায়, শিশুকে ধাক্কা মেরে ফেলে দেয় সে। এরপরই আঘাতের জেরে মৃত্যু হয় চার বছরের শিশুর। ইতিমধ্যেই প্রিয়ার বিরুদ্ধে ১০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চার বছরের শিশুকে খুন সৎ মায়ের
Woman Arrested For Killing 4-Year-Old Stepson In Uttarakhand: Copshttps://t.co/A4RnUMGz0Z pic.twitter.com/aaRdAifFnO
— NDTV (@ndtv) November 4, 2025