নয়াদিল্লিঃ পুরীর (Puri) গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টের ঘটনা। দুর্ঘটনায় (Accident) মৃত্যু ৩ জনের এমনটাই খবর। সূত্রের খবর, রবিবার ভোর ৪ টে নাগাদ পুরীর সারদা বালির গুন্ডিচা মন্দিরে ‘পাহাদা’ দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত। জানা গিয়েছে, এদিন মন্দির প্রাঙ্গনে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আর সেই সময়ই পদপিষ্টের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস নামে তিন ভক্তের। প্রত্যক্ষ্যদর্শীদের মতে, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। জানা গিয়েছে, ভিড়ের মধ্যে আচমকা ঢুকে পড়ে একটি কাঠ বোঝাই ট্রাক। এরফলেই এই দুর্ঘটনা ঘটে। আর সেই মুহূর্তে ভক্তদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাঁদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়,
পুরীতে পদপিষ্টের ঘটনা, মন্দিরে শুরু ধাক্কাধাক্কি, পদদলিত হয়ে মৃত্যু ৩ জনের
পুরী জেলা সদর হাসপাতালের সিডিএমও অক্ষয় সৎপথি জানান, পদপিষ্টের ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। যদিও ভক্তদের মৃত্যু নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি তিনি। অন্যদিকে, পুরীর অতিরিক্ত এসপি সুশীল মিশ্র জানিয়েছেন, এই পদপিষ্টের ঘটনায় ১১ জন আহত হলেও তাঁরা এখন প্রায় সুস্থ হয়ে উঠেছেন। গোটা ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দেন তিনি।
পুরীতে পদপিষ্টের ঘটনা, মৃত্যু ৩ ভক্তের, আহত কমপক্ষে ৫০ জন
3 Devotees Killed In Puri
Stampede situation at Saradha Bali in Puri: 3 devotees killed
A tragic stampede occurred early this morning at Saradha Bali in Puri, close to the chariots of the Rath Yatra. The mishap reportedly took place around 4:20 AM, when thousands of devotees… pic.twitter.com/il2gQMlzZD
— Soumyajit Pattnaik (@soumyajitt) June 29, 2025
#WATCH | Odisha: A stampede has been reported during the Rath Yatra in Puri. Further details are awaited.
(Visuals from outside the post-mortem centre in Puri) pic.twitter.com/4mOTnE6QTe
— ANI (@ANI) June 29, 2025