নয়াদিল্লি: আধ্যাত্মিক গুরু শ্রী সিয়ারাম বাবা (Shri Siyaram Baba) প্রয়াত। তিনি মধ্যপ্রদেশের খারগোন জেলার কাসরাওয়াদ ব্লকের নর্মদার তীরে একটি আশ্রমে থাকেন, তাঁকে একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরু এবং সাধু বলে মনে করা হত। প্রতিদিন প্রচুর সংখ্যক ভক্ত বাবার আশ্রমে তাঁর আশীর্বাদ নিতে আসতেন। গত কয়েকদিন ধরে সাধু সিয়ারাম বাবার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী মোহন যাদবও (CM Mohan Yadav) বাবার সুস্থতার খোঁজখবর নিচ্ছিলেন। একাদশীর দিন সকাল সাড়ে ৬টা নাগাদ আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক জনতা জড়ো হন। দেখুন বাবার দর্শনে ভক্তের ভিড়-
Madhya Pradesh: Spiritual leader Shri Siyaram Baba passed away at Bhatyan Ashram on the Narmada River around 6:30 AM on Ekadashi. Despite his health issues, a large crowd gathered to pay their respects. CM Mohan Yadav was scheduled to visit at 4 PM today pic.twitter.com/Kf5W9EiPGZ
— IANS (@ians_india) December 11, 2024
সিয়ারাম বাবাকে নিয়ে এলাকায় কথিত আছে, বাবা ১০ বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন। এমনকি তাঁর বয়স ১০০ বছর পেরিয়ে গেলেও তিনি চশমা ছাড়াই রামায়ণ পড়তেন এবং নিজের কাজ নিজেই করতেন। বাবা খুব কম কথা বলতেন।