বেঙ্গালুরুতে দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ কাড়ল অ্যাম্বুলেন্স (Ambulance) । বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের। দুর্ঘটনার জেরে মৃত্যু দম্পতির। আহত আরও বহু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru)রিচমোন্দ সার্কেলের কাছে। ওই এলাকার একটি রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে ছিল একাধিক গাড়ি। সেই সময় আচমকাই সিগন্যাল ভেঙে এগিয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি।

বেঙ্গালুরুতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, মৃত ২

একটি স্কুটারকে টেনে হিঁচড়ে কয়েক মিটার পর্যন্ত নিয়ে যায় অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুই আরোহীর। মৃতদের নাম ইসমাইল (৪০) ও তাঁর স্ত্রী সামীন বানু। এই ঘটনায় গুরুতর আহত হন আরও দু'জন। তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় অ্যাম্বুল্যান্সটির সামনের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, দেশে এই ধরনের ঘটনা নতুন নয়। দিন কয়েক আগে গাড়ির কাচ ভেঙে দেওয়ার জন্য ডেলিভারি বয়কে কয়েক কিলোমিটার ধাওয়া করে পিষে মারার অভিযোগ ওঠে এক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হন মৃতের বন্ধু।

বেপরোয়া গতি, সিগন্যাল ভেঙে দম্পতিকে পিষে মারল অ্যাম্বুলেন্স