নয়াদিল্লিঃ ভিড়ে ঠাসা ট্রেনে (Train) যাতায়াত করা বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য অত্যন্ত কষ্টকর। আর তা যদি হয় অফিস টাইমে তাহলে তো আর কথাই নেই। এবার প্রবীণদের কথা ভেবে নয়া উদ্যোগ ভারতীয় রেলের। লোকাল ট্রেনে প্রবীণদের জন্য আলাদা কামরার ব্যবস্থা। ভিড়ে যাতে তাঁদের যাতায়াত না করতে হয় সেকথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে। সেন্ট্রাল রেলওয়ে সর্বপ্রথম প্রবীণ নাগরিকদের জন্য এই কামরার ব্যবস্থা করেছে। এছাড়া ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক এসেছে সেন্ট্রাল রেলওয়ের তরফে। মুম্বই সাবার্বান নেটওয়ার্কের সমস্ত লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে এই কামরা।
আর চিন্তা নেই, লোকাল ট্রেনে প্রবীণ নাগিরিকদের জন্য বিশেষ কামরার ব্যবস্থা
এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বলেন, "এটা আমাদের প্রথম উদ্যোগ। ভবিষ্যতে যাত্রীদের সুবিধার জন্য আরও পরিবর্তন আনব। সকল যাত্রীদের কথা মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত হবে।" রেল সূত্রে খবর, প্রবীণ নাগরিকদের জন্য তৈরি কামরায় থাকছে বিশেষ সুবিধা। কামরায় ওঠা-নামার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। কামরার মধ্যে একটি বেঞ্চে ২ থেকে ৩ জন মাত্র বসতে পারবেন। কোচের হ্যান্ডেলগুলি অনেকটাই নীচে লাগানো হয়েছে। এছাড়া দরজার সামনে ধরার কিছু হ্যান্ডেল রাখা হয়েছে। পাশাপাশি দরজাতে থাকছে ইমার্জেন্সি ল্যাডার বা সিঁড়ি।
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কামরার ব্যবস্থা রেলের
Alert! Sixth coach from #Mumbai-end is now a dedicated 'Senior Citizens' coach on Central Railway local trains. #MumbaiRailway pic.twitter.com/rBntU2UwyA
— Rajendra B. Aklekar (@rajtoday) July 5, 2025