নয়াদিল্লি: স্পেনের মহিলা (Spanish Woman) পর্যটকের গণধর্ষণকাণ্ড (Gang-Rape) ঘিরে তোলপাড় দেশ ও বিশ্ব। স্পেনের মহিলা ও তাঁর স্বামীর ইচ্ছে ছিল বাইকে এশিয়া ভ্রমণ করবেন। সেইমতো স্প্যানিশ মহিলা ও তার স্বামী ভ্রমণে বেরিয়েছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতে এসে শুক্রবার দুমকায় ওই মহিলা পর্যটক গণধর্ষণের শিকার হন। অভিযোগ, তাঁর স্বামীকে ব্যাপক মারধর করে তারপর মহিলাকে ধর্ষণ করা।ভুক্তভুগি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন, বিধরামপুর থানার ইনচার্জ প্রদীপ শর্মা।
ভুক্তভুগি পুলিশের কাছে এফআইআর দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrested করা হয়েছে। তাদের পরিচয় অজয় কুমার ও বিন্দেশ্বর কুমার। তৃতীয় অভিযুক্ত গোলু এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন: Telangana Fire: গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাঁই কৃষি কিটনাশকের গোডাউন
জানা গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় মহিলাকে গণধর্ষণ করা হয়। তারপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ডালটনগঞ্জ হাসপাতালে নিয়ে যান।