নয়া দিল্লি, ৯ ফেব্রুয়ারিঃ সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। ভোটের মুখে রাম মন্দির (Ram Mandir) কৃতিত্বের পাশাপাশি মোদীর আরও এক তুরুপের তাস হতে চলেছে ভারতরত্ন (Bharat Ratna)। এক মাসের সময়ের ব্যবধানে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। তাঁদের মধ্যে চারজনই রাজনীতিবিদ। দু জন প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, বিহারের দুবারের মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর ও একজন বিজেপির প্রাণপুরুষ লালকৃষ্ণ আডবাণী। বাকি একজন ভারতরত্ন প্রাপক হলেন ভারতের সবুজ বিপ্লবের প্রাণপুরুষ এমএস স্বামীনাথন।
নির্বাচনের বছরে একের পর এক রাজনীতিবিদদের ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার পিছনে মোদীর (Narendra Modi) ভোটের অঙ্ককেই দেখছেন রাজনৈতিক মহল। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। আজ শুক্রবারই চৌধুরী চরণ সিং, নরসিমহা রাওকে এবং এম স্বামীনাথনকে ভারতরত্নে (Bharat Ratna) ভূষিত করার ঘোষণা করেছেন মোদী।
সংসদে সনিয়া গান্ধী...
#WATCH | Delhi: Chaudhary Charan Singh, PV Narasimha Rao Garu and M S Swaminathan conferred with the Bharat Ratna.
Congress Parliamentary Party president Sonia Gandhi says, "I welcome it." pic.twitter.com/Sk61F8IZAY
— ANI (@ANI) February 9, 2024
এদিন সংসদ থেকে বেরনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হন সনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর ঘোষণাকে ঘিরে তাঁর কী মত জানতে চাওয়া হলে প্রবীন কংগ্রেস নেত্রী উত্তর জানান, 'এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমি'।