উত্তরপ্রদেশ: যাত্রী বোঝাই ট্রেনেই রমরমিয়ে চলছে সাপের খেলা। উত্তরপ্রদেশের বান্দা থেকে মহোবা রেলপথে গোয়ালিয়রগামী চম্বল এক্সপ্রেসের একটি জেনারেল বগিতে সাপুড়েদের (Snake Charmers) গুণ্ডামি চরমে পৌঁছল। ঝুড়িতে রাখা সাপের খেলা দেখিয়ে টাকা দাবি করা সাপুড়েদের সঙ্গে কয়েকজন যাত্রীর বাকবিতণ্ডা হয়। এরপর সাপুড়ে ক্ষুব্ধ হয়ে ঝুড়িতে রাখা সাপগুলো ট্রেনের বগির মধ্যে ছেড়ে দেন। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, অনেক যাত্রী কেবিনে উঠে পড়েন।
দেখুন টুইট
हावड़ा से ग्वालियर की ओर जा रही चंबल एक्सप्रेस में सपेरो के आतंक
◆ यूपी के महोबा में कुछ सपेरों ने पैसे नहीं मिलने पर ट्रेन के कोच में छोड़े सांप
◆ शिकायत मिलने पर GRP अलर्ट#UttarPradesh | Uttar Pradesh pic.twitter.com/gAPCdyjaQj
— News24 (@news24tvchannel) September 10, 2023
কন্ট্রোল রুম থেকে জিআরপিকে সাপুড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁদের পদক্ষেপ নেওয়ার আগেই সাপগুলোকে ব্যাগে ভরে নিয়ে তাঁরা চম্পট দেই।