Smriti Irani (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ১২ জানুয়ারি: এবার দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Elections 2024) বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, কালকাজি কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন সাংসদ রমেশ বিধুরী-কে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়তে চলেছে বিজেপি। যদিও একের পর এক কু-মন্তব্য করে বিতর্কে জড়ানো রমেশ বিধুরী নিজে সে কথা অস্বীকার করেছেন। এবার জোর জল্পনা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে দিল্লিতে ভোটের ময়দানে নামিয়ে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করতে পারে বিজেপি। এখনও দেশের রাজধানী শহরে বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে গত বছর লোকসভা ভোটে আমেথি-তে খারাপভাবে হারের পর কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ পড়া স্মৃতিকে এবার দিল্লি নির্বাচনে দাঁড় করিয়ে কেজরিওয়ালকে কঠিন চ্য়ালেঞ্জের মুখে ফেলতে পারে গেরুয়া শিবির।

কেজরির বিরুদ্ধে মহিলা নেত্রী সুষমা স্বরাজ?

দিল্লিতে মহিলা ভাতায় বেশ সাড়া পড়ার পর মহিলা ভোটের সিংহভাগ এখন কেজরির দিকে। আর আপের সেই মজবুত মহিলা ভোটব্য়াঙ্ককে ধাক্কা দিতে স্মৃতিকে লড়াতে চাইছে পদ্ম শিবির। এর আগে ২০১৯ লোকসভায় আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া স্মৃতি ইরানি।

স্মৃতির নাম নিয়ে জল্পনা 

স্মৃতি নিয়ে জল্পনা

স্মৃতির দিল্লির ভোট নিয়ে দুটো বিষয় শোনা যাচ্ছে। বিজেপি ঘনিষ্ঠ শিবিরের বেশ কয়েকজন বলছেন, স্মৃতি ইরানিকে প্রার্থী করেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, যাতে কেজরিওয়াল শুরু থেকেই চাপে থাকেন, এবং মহিলা ভোটাররা সরাসরি বার্তা পান। অন্য শিবিরের নেতারা বলছেন, মহারাষ্ট্র, হরিয়ানার মতই কোনও মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হবে না দিল্লিতেও, তবে স্মৃতিকে দাঁড় করিয়ে জিতিয়ে এনে পরে মুখ্যমন্ত্রী করা হবে।

দিল্লিতে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীরা

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ৫২ দিনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার আগে বিজেপির মদনলাল খুরানা ও সাহিব সিং ভর্মা দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু গত ২৭ বছর ধরে দিল্লিতে বিজেপি সরকার গড়ার কাছাকাছিও আসতে পারেনি। যদিও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে লোকসভা ভোটে দিল্লিতে একেবারে ১০০ শতাংশ জয়ের ধারা বজায় রেখেছে গেরয়া শিবির।

গত দুটো বিধানসভায় ধরাশায়ী হয় বিজেপি

লোকসভায় যাই হোক, বিধানসভা ভোটে বারবার অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তার কাছে ধরাশায়ী হয় বিজেপি। দিল্লির ঘরোয়া রাজনীতিতে কেজরিওয়ালের সঙ্গে লড়ে গত দশ বছরে দু দুটো বিধানসভা ভোটে একেবারে খারাপভাবে হেরেছে পদ্ম শিবির। দু একটা রাজ্য বাদ দিলে উত্তর ভারতের সব জায়গায় নরেন্দ্র মোদীর জাদুতে রয়েছে বিজেপির সরকার, কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম হয়ে দিল্লিতে দশ বছর ধরে চলছে আপ সরকার। কিন্তু এবার 'কোণঠাসা' কেজরিওয়ালের বিরুদ্ধে 'হয় এবার, নয় নেভার'মন্ত্রে এবার দেশের রাজধানী শহরের ভোটে জিততে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির।

কিরণ বেদী, মনোজ তিওয়ারিদের মুখ করে লড়ে ভরাডুবি হয়

গত দুটো বিধানসভা নির্বাচনে দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ে ভরাডুবি হয়েছিল পদ্ম শিবিরের। ২০১৫ দিল্লি নির্বাচনে প্রাক্তন শীর্ষ আমলা কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি মাত্র ৩টি আসনে জিতেছিল, সেখানে কেজরির দল পায় ৬৭টি আসন। এরপর ২০২০ নির্বাচনে সাংসদ মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ে বিজেপি পায় মাত্র ৮টি আসন।