নয়া দিল্লি, ১০ ফেব্রুয়ারিঃ চলছে বিয়ের মরসুম। ৯ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধলেন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী স্মৃতি ইরানির মেয়ে শানেল ইরানি (Smriti Irani Daughter Wedding)। বৃহস্পতিবার রাজস্থানে শানেলের রাজকীয় বিয়ের আসর বসেছিল। প্রবাসী ভারতীয় অর্জুন ভল্লার সঙ্গে সাত পাক ঘুরলেন প্রাক্তন অভিনেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কন্যা শানেল। তবে শানেল কেন্দ্রীয় মন্ত্রীর নিজের মেয়ে নন। স্মৃতি ইরানির স্বামী জুবিন ইরানির প্রথম পক্ষের সন্তান শানেল।
গাঁটছড়া বাঁধলেন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী স্মৃতি ইরানির মেয়ে শানেল ইরানি:
View this post on Instagram
জুবিন ইরানি এবং মোনা ইরানির সন্তান শানেল ইরানি (Shanelle Irani)। বৃহস্পতিবার বর এবং কনের পরিবার মিলিয়ে ৫০ জন সদস্যের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন শানেল এবং অর্জুন। কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের বিয়ে হলেও উপস্থিত ছিলেন না কোন নেতা মন্ত্রী। কেবল রাজস্থানের প্রাক্তন মন্ত্রী গজেন্দ্র সিংহকে আমন্ত্রণ জানানো হয়েছিল।