প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

মোহনগঞ্জ: পারিবারিক বিবাহের (Domestic Dispute) জেরে কুয়োতে (Well) ঝাঁপ (Jump) দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন দুই বোন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠি (Amethi) জেলার মোহনগঞ্জ (Mohanganj) এলাকায়। মৃতদের নাম শিব কুমারী (২৪) ও চন্দ্রকান্তি (১৮)।

মোহনগঞ্জ পুলিশের স্টেশন হাউস আধিকারিক (Mohanganj's SHO) জ্ঞানচন্দ্র শুক্লা জানান, মঙ্গলবার রাতে শিব কুমারী ও চন্দ্রকান্তির মৃতদেহ একটি কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্ত জানা গেছে, মঙ্গলবার রাতে নিখোঁজ ভাই (missing brother) মাচ্চারামের বিষয়ে কথা বলার সময় শিব কুমারীর সঙ্গে তাঁর বাবা শিব দর্শন মৌর্যর তুমুল ঝগড়া (Arugement) হয়। এরপরই বাড়ি ছেড়ে চলে যায় শিব কুমারী। পরে একটি কুয়োর মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, শিব কুমারী প্রথমে ওই কুয়োতে গিয়ে ঝাঁপ মারেন। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে তাঁকে বাঁচানোর জন্য কুয়োতে ঝাঁপ দেন শিবকুমারীর বোন চন্দ্রকান্তিও। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কুয়ো থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে এই বিষয়ে তদন্ত চলছে তারপরই এই বিশয়ে বিশদ তথ্য দেওয়া সম্ভব হবে।