দহন জালায় পুড়ছে দক্ষিণবঙ্গ। এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে (Sikkim) মেঘভাঙা বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগের শিকার সিকিম। প্রবল বৃষ্টি এবং ভূমিধসের জেরে বিপর্যস্ত রাজ্যটির একাংশ। একাধিক রাস্তাঘাট, ঘরবাড়ি ধসে পড়েছে। অবিরাম বৃষ্টিতে ভূমিধসের ফলে কালিম্পং থেকে সিকিম পর্যন্ত প্রায় সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে প্রশাসন সূত্রে খবর, ২ হাজারের বেশি পর্যটক এখনও আটকে রয়েছে বিপর্যস্ত সিকিমে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার জেরে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। ফলে ফিরতে বেগ পেতে হচ্ছে আটকে পড়া পর্যটকদের। সরকারি সূত্র জানাচ্ছে, এখনও অবধি বৃষ্টি এবং ভূমিধস সিকিমে ৬ জনের প্রাণ কেড়েছে। নিখোঁজ বহু। ঘরছাড়া শতাশিক। দক্ষিণ (নর্থ) সিকিমে তিস্তা নদীর জল বিপদসীমা ছাপিয়ে গিয়েছে। সিকিমের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
সিকিম মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে যথাসম্ভব সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘরছাড়াদের জন্যে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করছেন রাজ্য সরকার।
সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে চলছে নাগাড়ে বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২০ জুন পর্যন্ত। হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা।