মার্কিন মুলুকে প্রতিদিনই বিতর্কিত মন্তব্য করে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় শিখদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। আর তার জেরে সমালোচনার ঝড় ওঠে ভারতে। একদিকে খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন জাস্টিস ফর শিখসের নেতা গুরপতবন্ত সিং পান্নুন এই নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিজেপি, বিএসপি, এলজেপির মতো দলগুলিও এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এবার এই নিয়ে কংগ্রেস সাংসদের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিখ সম্প্রদায়ের মানুষরা। বুধবার বিকেলে বিজেপির সংগঠন শিখ প্রকোষ্ঠের নেতারা রাহুল গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।
শিখ নেতা আরপি সিংয়ের দাবি, "রাহুল গান্ধী বিদেশে গিয়েছে ভারতকে বদনাম করার জন্য। প্রতিদিনই উনি উস্কানীমূলক মন্তব্য করছেন। আজ তিনি বলছেন এখানে নাকি শিখদের পাগড়ি বা কাড়া পরার অনুমতি দেওয়া হয় না। কিন্তু এটা একদমই অসত্য। আমরা দীর্ঘদিন ধরে পরে আসছি। উনি বোধহয় নিজের বাবা রাজীব গান্ধীর সময়কাল ভুলে গিয়েছেন। রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত"।
#WATCH | Delhi: Sikh Prakoshth of BJP Delhi holds protest against Lok Sabha LoP & Congress MP Rahul Gandhi outside his residence over his statement on the Sikh community. pic.twitter.com/cw5JEn9gpX
— ANI (@ANI) September 11, 2024
প্রসঙ্গত, এদিনের আলোচনা সভায় রাহুলের দাবি ছিল, "আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে রাজনীতির জন্য নয়। ভারতে শিখেরা পাগড়ি বা কাড়া পরতে পারছেন কিনা, গুরুদ্বারা যেতে পারছেন কিনা, মূলত ধর্মের অধিকারের বিরুদ্ধে আমরা লড়ছি। যাতে সকলেই নিজের ধর্ম রক্ষা করতে পারেন সেই জন্যই লড়াই চলছে"।