নয়াদিল্লিঃ সেজে উঠেছে অযোধ্যা (Ayodhya)। ফের আরও একবার ইতিহাস তৈরি হতে চলেছে অযোধ্যার মাটিতে। ফের একবার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামমন্দিরের (Ram Mandir)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ৫ জুন প্রাণ প্রতিষ্ঠা। তবে আজ, ৩ জুন থেকেই শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। বৈদিক রীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল অযোধ্যার রামমন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। কিন্তু সেই সময় মন্দির সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহই তৈরি হয়েছিল। মাঝের এই এক বছর সময়ে তৈরি হয়েছে মন্দিরের দ্বিতীয় তল রাম দরবার। সেখানেই রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে।
তৈরি রাম দরবার, প্রাণ প্রতিষ্ঠা কবে?
এই প্রসঙ্গে রাম মন্দিরের প্রধান স্থাপত্যশিল্পী সত্যনারায়ণ বলেন, “ রাম দরবারের উচ্চতা সাড়ে ৪ ফিট। দেবতাদের মূর্তিও সেই অনুযায়ীই তৈরি করা হয়েছে। শ্রীরাম, মা সীতা, হনুমানজী, সূর্য দেবতা, দেবী দুর্গা, সপ্ত ঋষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেব-দেবী রয়েছেন সেখানে। সব মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। পাথর দিয়ে তৈরি করা হয়েছে ভগবান রাম ও সীতার মূর্তি। বাকি দেব-দেবীদের মূর্তি অন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছে।”
ফের ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা, কিন্তু কেন?
#WATCH | Ayodhya, UP | Shri Ram Janmbhoomi temple is illuminated with beautiful lights ahead of the Pran Pratishtha ceremony of Ram Darbar, scheduled for today, June 3. pic.twitter.com/nESAOsQVZm
— ANI (@ANI) June 2, 2025