Shreyas Iyer Medical Report. (Photo Credits:X)

Shreyas Iyer Medical Update: সিডনি (Sydney ODI)-তে গুরুতর চোট পাওয়া ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের সুস্থতা নিয়ে বড় কথা জানাল বিসিসিআই (BCCI)। গত শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন সিডনিতে ম্যাচ চলাকালীন মাঠে ফিল্ডিং করার সময় পেটের নিচের অংশে গুরুতর আঘাত পান তিনি। সিডনিতে খেলার মাঝপথে পেসার হর্ষিত রানা-র করা ডেলিভারিতে অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ আউট করতে অনেকটা ছুটে গিয়ে অনবদ্য কায়দায় তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু সেই ক্যাচ লুফতে গিয়েই ভয়বাহ চোট পান শ্রেয়স। ক্যাচ নেওয়ার পরই যন্ত্রণা ছটফট করতে থাকেন তিনি। সেই সময়েই বলের ধাক্কায় তার পেটে জোর আঘাত লাগে। প্রথমে স্থিরভাবেই মাঠ ছাড়লেও, কিছুক্ষণের মধ্যেই শ্রেয়সের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। তাঁকে হাসপাতালে ভর্তি করার পর অপারেশন করা হয়। অপারেশনের পর শ্রেয়স আইয়ারকে আইসিইউ-তে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে এখন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

দেখুন কীভাবে চোট পেয়েছিলেন শ্রেয়স

অভ্যন্তরীন ক্ষত অনেকটাই সেরেছে

শ্রেয়সকে আইসিইউ থেকে বের করা হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ, মঙ্গলবার শ্রেয়সের বিস্তারিত স্ক্যানে দেখা যায়, তাঁর শরীরের অভ্যন্তরীণ ক্ষত অনেকটাই সেরে উঠেছে। বিকেলে তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আইয়ারের পরিবারকে অবিলম্বে খবর দেওয়া হয়, এবং তাঁরা সিডনিতে পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছেন।

কী জানাল বোর্ড

বোর্ডের পক্ষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে থেকে জানানো হয়, শ্রেয়া আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে খেলার সময় পেটে আঘাত পান। এই আঘাতে তাঁর প্লীহা (spleen)-তে ছেদ হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। দ্রুতই আঘাতটি শনাক্ত করা হয় এবং রক্তপাত বন্ধ করা সম্ভব হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার, ২৮ অক্টোবর করা ফের স্ক্যান করে দেখা গিয়েছে, শ্রেয়সের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং শ্রেয়াস এখন সুস্থতার পথে। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিসিসিআই মেডিক্যাল টিম তাঁর আরোগ্য প্রক্রিয়ার ওপর নজর রাখবে।

শ্রেয়স আইয়ারের মেডিক্যাল রিপোর্ট

সিডনিতে চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার

চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে ভারতের এই তারকা ব্যাটারের আরও বেশ কিছুটা সময় লাগবে। রিহ্যাবের পর (rehabilitation) ধাপেই এখন তাঁর ফোকাস থাকবে শক্তি ও ফিটনেস পুনরুদ্ধারে। বিসিসিআই মেডিক্যাল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়া পর্যবেক্ষণ চালিয়ে যাবে। শ্রেয়সের প্লীহা ছিঁড়ে যাওয়া এবং ভিতরে রক্তক্ষরণের পর তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। এর ফলে তাঁর রক্তপাত বন্ধ করা সম্ভব হয়। গতকাল, সোমবার সকালে করা ফলো-আপ স্ক্যানে ইতিবাচক ফল মেলে, চিকিৎসকেরা জানান, প্লীহার আঘাত থেকে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স।