Aftab Poonawala, Shraddha Walkar (Photo Credit: Twitter)

দিল্লি, ২২ নভেম্বর: 'শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walker) রাগের মাথায় খুন করে ফেলেছি। কথা কাটাকাটির মধ্যে শ্রদ্ধাকে খুন করেছি।' আদালতে এবার এমনই জানাল আফতাব পুনাওয়ালা। শ্রদ্ধাকে কীভাবে খুন করা হয়েছে, আদালতে এই তথ্য দেওয়ার পর আফতাব পুনাওয়ালাকে (Aftab Amin Poonawala) ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ফল এই মুহূর্তে আফতাব পুনাওয়াকে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার পর বিশেষ শুনানির জন্য আদালতে হাজির করা হবে বলে জানানো হয়।

মঙ্গলবার শুনানির পর আদালতের তরফে জানানো হয়, বান্ধবী শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর থেকে আফতাব যে যে তথ্য দিয়েছে, তা সব ঠিক। এমনকী, শ্রদ্ধাকে খুনের পর কোথায় তাঁর দেহাংশ ফেলা হয়েছে, সে বিষয়েও সব সঠিক তথ্য দিয়েছে আফতাব। শ্রদ্ধাকে কীভাবে খুন করা হয়, সে বিষয়ে সব জানিয়ে পুলিশকে সমস্ত সাহায্য করবে বলে ইতিমধ্যেই আফতাব জানিয়েছে আদালতে।

আরও পড়ুন: Shraddha Walker: শ্রদ্ধার দেহাংশ নিয়ে কী করে আফতাব, কথা উগরাতে বিশেষ সিদ্ধান্ত

এদিকে আফতাব পুনাওয়ালার নারকো পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আরও ১১ জনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।