নয়াদিল্লিঃ গাড়ির শোরুমের (Car Showroom)দুই কর্মীর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ। ৬৮ টি গাড়ি বিক্রির টাকা নিজেদের পকেটে ঢোকানোর অভিযোগ শো-রুমের ম্যানেজার ও সহকারী ম্যানেজারের বিরুদ্ধে। মোট ৯.৭১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দানি ওই শোরুমের মালিকের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদে। জুলাই মাসে শোরুমের গাড়ির স্টক মেলাতে গিয়ে গরমিল চোখে পড়ে হিসেবের দায়িত্বে থাকা এক কর্মীর।স্টকে ৬৮ টি গাড়ুর কোনও হদিশ পাওয়া যায়নি। শুধু তাই নয়, কোম্পানির ৫৩টি সেকেন্ড-হ্যান্ড গাড়ি শো-রুমের স্টকেও গরমিল পাওয়া যায়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন কোম্পানির সিইও রজনীশ অরোরা। শোরুমের ম্যানেজার জিতেন্দ্র শর্মা ও সহকারী ম্যানেজার চিরাগ দত্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে কোনও রেকর্ড না রেখেই এই সমস্ত গাড়ি বিক্রি করে দিয়েছেন তাঁরা। তদন্তে নেমে যায়, আগেও চিরাগ দত্তের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। তিনি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক ব্যবহার করে গাড় কেনাবেচা করতেন বলে অভিযোগ।
রেকর্ডে গরমিল, লুকিয়ে শোরুমের ৬৮ টি গাড়ি বিক্রির অভিযোগ উঠল ২ কর্মীর বিরুদ্ধে
शोरूम मेनेजर और असिस्टेंट ने कंपनी को लगाया 9.71 करोड़ का चूना, चोरी से बेचीं 68 सेकंड हैंड कारें, दो गिरफ्तार #FraudCase #LuxuryCarScam #ShowroomScamhttps://t.co/h1ksnLbvE4
— AajTak (@aajtak) August 6, 2025