Golgappa (Photo Credit: Pixabay)

কানপুর: চকেরী থানা এলাকায় রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিনামূল্যে ফুচকা না খাওয়ানোয় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী এক ফুচকাওয়ালাকে নির্মমভাবে মারধর করে। তাঁর অবস্থার অবনতি দেখে স্থানীয়রা তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা।

কানপুর (Kanpur) দেহাটের মুসানগরের বাসিন্দা ৪০ বছর বয়সী প্রেমচন্দ্র নিষাদ স্ত্রী শশী দেবী, ছেলে অনুজ, মেয়ে মানসী, প্রিয়ংশি দিব্যাংশীর সঙ্গে থাকতেন। গত ১৫ বছর ধরে সে সফিপুরে কৈলাশ চন্দ্রের বাড়িতে ভাড়া থেকে ফুচকা বিক্রি করে সংসার চালাতেন। আরও পড়ুন: Odisha ATM Robbery: বালাসোরে এটিএম চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি (দেখুন ভিডিও)

স্থানীয় সূত্রে খবর, এদিন অভিযুক্তরা তাঁকে বিনামূল্যে ফুচকা পরিবেশন করতে বলে। প্রেমচন্দ্র অস্বীকার করলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করতে শুরু করে। সে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাঁকে বেধড়ক মারধর করে।