নয়া দিল্লি, ২ মেঃ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার (Sharad Pawar)। মঙ্গলবার এনসিপি প্রতিষ্ঠাতার এই ঘোষণার পর থেকেই উদ্রেক ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দলীয় প্রধান হিসাবে শরদ পাওয়ারের পদত্যাগের পর তাঁর আসনে কে বসবেন সেই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। মহারাষ্ট্র সহ গোটা রাজনৈতিক দুনিয়ায় শরদ পাওয়ার অন্যন্ত প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর পদত্যাগের পর দলের সভাপতিত্ব কার হাতে উঠবে সেই বিষয়ে এদিন কিছু জানানো হয়নি।
এনসিপি সভাপতিত্ব থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার...
#WATCH | "I am resigning from the post of the national president of NCP," says NCP chief Sharad Pawar pic.twitter.com/tTiO8aCAcK
— ANI (@ANI) May 2, 2023
শরদ পাওয়ারের উত্তরসূরি হিসাবে এনসিপি-র রাশ টেনে ধরবে কে! মেয়ে সুপ্রিয়া সুল নাকি ভাইপো অজিত পাওয়ার দলের নতুন সভাপতি নিযুক্ত হন, সেদিকেই এখন নজর সকলের। তবে এনসিপর সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও সক্রিয় রাজনীতি থেকে এই মুহূর্তে সরছেন না শরদ। মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ।