AIIMS | Image Used for Representational Image (Photo Credits: PTI)

একদিকে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে সারা দেশ। দিল্লি এইমসের (AIIMS Delhi) চিকিৎসকরাও এই নিয়ে প্রতিবাদ করেছে। এবার এই এইমসেই এক আধিকারিকের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা নিরাপত্তারক্ষী। জানা যাচ্ছে, গত ২ অক্টোবর ডিউটি রোস্টারে পরিবর্তন করার জন্য তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আধিকারিক তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও জাতপাত তুলে অশ্লীল কথা বলে। আর সেই নিয়েই শুক্রবার এইমস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে অন্তবর্তী তদন্ত শুরু করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স।

জানা যাচ্ছে, অভিযোগকারিনীকে গত ২ অক্টোবর ওই অফিসার নাইট ডিউটি দিয়েছিল। কিন্তু উনি আবেদন করেছিলেন যে তাঁর রোস্টারে বদল আনা হোক। কারণ উনি আগে থেকেই নাইট ডিউটি করতে পারবেন না বলে কাজে যোগ দিয়েছিলেন। কারণ বাড়িতে তাঁর দুই মেয়ে এবং একটি ছেলে রয়েছে। এবং সম্প্রতি তাঁর স্বামীও মারা গিয়েছেন। ফলে সাংসারিক অসুবিধার কারণে তিনি রাতে ডিউটি করতে পারবেন না বলে আবেদন করেছিলেন।

কিন্তু ওই অফিসার আবেদনের প্রতিক্রিয়ায় মহিলা কর্মীকে গালাগালি করে। পাশাপাশি সহকর্মীদের সামনে জাত নিয়ে অপমানমূলক মন্তব্য ও চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এইমস কর্তৃপক্ষ। এমনকী ওই অফিসারের ইস্তফারও দাবি করেছেন মহিলা।