ক্লাস চলাকালিন আচমকাই অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৩০ জন পড়ুয়া। জানা যাচ্ছে, ক্লাসরুমে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার কারণে অসুস্থ হয় তাঁরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের তিরুভোত্তিউর (Tiruvottiyur) এলাকায় একটি বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে প্রথমে স্থানীয় প্রশাসন হাত লাগালেও পরবর্তীকালে ঘটনাস্থলে আসে এনডিআরএফের উদ্ধারকারী দল। জানা যাচ্ছে, প্রাথমিক চিকিৎসার পর একাধিক পড়ুয়াকে ছাড়া হলেও ২ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাঁরা এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে স্কুলের মধ্যে অবস্থিত ল্যাবোটারি থেকে বিষাক্ত ধোঁয়া বেরিয়েই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা। তবে স্কুলের কিছুটা দূরে একটি রাসায়নিক কারখানা রয়েছে। ফলে সেখানের ধোঁয়ার কারণে পড়ুয়ারা অসুস্থ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এনডিআরএফের এক সদস্য স্কুলে ঢুকে কোনও রাসায়নিকের গন্ধ পাননি বলে জানিয়েছেন। তবে ঘটনার তদন্ত করলেই বোঝা যাবে আসল কারণ, এমনটাই দাবি পুলিশ প্রশাসনের।