Silk Board Metro Station (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ একদিনের ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত বেঙ্গালুরু (Bengaluru)। জলমগ্ন রাস্তাঘাট, গাছ পড়ে বন্ধ রাস্তা, বিপাকে সাধারণ মানুষ। এক হাঁটু হল মেট্রো স্টেশনের (Metro Station) ভিতরে। জমা জলে বিপদ এড়াতে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর। শনিবার বিকেল থেকে বেঙ্গালুরু জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে লণ্ডভণ্ড হয়ে বেঙ্গালুরুর বেশকিছু অংশ। নাগাড়ে বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় একাধিক এলাকায়। জল ঢুকে যায় বসত বাড়িতে। নিচু এলাকার মানুষজনকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। নিচু এলাকার বাসিন্দাদের দাবি, এই ভোগান্তি তাঁদের সারাবছরের। সংশ্লিষ্ট কতৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। বিপদ এড়াতে এখনও বেশকিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর।

বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু, জল জমল মেট্রো স্টেশনের ভিতর

রবিবার বিকেলেও ব্যাপক বৃষ্টি হয়েছে বেঙ্গালুরু এবং পাশ্ববর্তী অঞ্চলে। রবিবার বেঙ্গালুরু শহরে প্রায় ৪০ মিমি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই উডুপি, গদাগ, শিবমোগা, হাভেরি-সহ একাধিক জায়গায় জারি হলুদ সতর্কতা। আজ, সোমবারও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। বিকেলের পর আরও খারাপ হতে পারে আবহাওয়া, এমনটাই জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। ইতিমধ্যেই জল দাঁড়িয়েছে মেট্রো স্টেশনগুলিতে। ব্যহত ট্রেন চলাচল। সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে ফুটে উঠেছে বেঙ্গালুরুর সিল্কবোর্ড মেট্রো স্টেশনের ছবি। যেখানে দেখা যাচ্ছে জল থইথই করছে মেট্রো স্টেশন।

জল থইথই মেট্রো স্টেশন, বিদ্যুৎবিচ্ছিন্ন একাধিক এলাকা, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু