Explosion in Fireworks Factory (Photo Credit: PTI)

তামিলনাড়ুর আরিয়ালুরে একটি আতশবাজি কারখানায় (Firecracker Factory) আজ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ফায়ার টেন্ডাররা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতাই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রে খবর, এই বিস্ফোরণে (Explosion) বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।

দেখুন