তামিলনাড়ুর আরিয়ালুরে একটি আতশবাজি কারখানায় (Firecracker Factory) আজ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ফায়ার টেন্ডাররা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতাই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রে খবর, এই বিস্ফোরণে (Explosion) বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।
দেখুন
VIDEO | Several feared dead after an explosion occured at a firecracker factory in Tamil Nadu’s Ariyalur. More details are awaited. pic.twitter.com/avsOrMRrlt
— Press Trust of India (@PTI_News) October 9, 2023