কাবুল: ফের উত্তপ্ত হতে শুরু করেছে আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি। বুধবার আবার তারই সাক্ষী হল আফগানিস্তানের রাজধানী কাবুলের (Several Blasts In Kabul) বাসিন্দার। একাধিক বিস্ফোরণে (Several Blasts) কেঁপে উঠল কাবুলের বিভিন্ন জায়গা।
এপ্রসঙ্গে আফগান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তালিবান সরকারের (Taliban government) পক্ষ থেকে এখনও পর্যন্ত কাবুলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, তিনদিন আগে গত রবিবার কাবুলের সামরিক বিমানবন্দরের (Military Airport) সামনে বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। গুরুতর জখমভাবে হন আরও আটজন। এর ফলে প্রবল আতঙ্ক ছড়িয়ে ছিল।
এপ্রসঙ্গে তালিবান সরকার ইন্টিরিয়র মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফফি ঠাক্কুর জানান, কাবুলের সামরিক বিমানবন্দর মেন গেটের কাছে হওয়া বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন হতাহতের ঘটনা হয়।
Afghanistan | Several blasts heard in Kabul. Security officials yet to comment. Further details to follow, reports Afghanistan's TOLO News
— ANI (@ANI) January 4, 2023