নয়াদিল্লি: টরন্টোগামী এয়ার কানাডার একটি ফ্লাইটে মজা করে বোমা হামলার হুমকি ১৩ বছর বয়সী কিশরের। পুলিশ সূত্রে খবর, গত ৪ জুন রাতে টরন্টোগামী এয়ার কানাডার একটি ফ্লাইটে বোমা লাগানো হয়েছে বলে মিথ্যে দাবি করে দিল্লি বিমানবন্দরে ইমেল পাঠানোর অভিযোগে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আটকের পর তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়।
উত্তরপ্রদেশের মিরাটের কিশোর পুলিশকে জানিয়েছে। শুধু মজা করার জন্যই সে হুমকি মেইল পাঠিয়েছিল। বালক আরও জানিয়েছে, সম্প্রতি খবের বিভিন্ন জাইগায় মিথ্যে বোমা হামলার হুমকিগুলো দেখে সে সেটির অনুরুপ করে এই মেইলটি করে। পুলিশ তাকে ধরতে পারে কিনা তাও পরীক্ষা করতে চেয়েছিল।
দেখুন
STORY | Delhi airport bomb scare: 13-year-old boy apprehended, sent email 'just for fun'
READ: https://t.co/S29T5S4xCI pic.twitter.com/bg6oNcyQW3
— Press Trust of India (@PTI_News) June 11, 2024
কিশোর আরও বলে, মিডিয়াতে দিল্লি বিমানবন্দরে বোমা হামলার হুমকির খবর দেখে উত্তেজিত বোধ করে। তবে ভয় পেয়ে বাবা-মায়ের সঙ্গে কোনও তথ্য শেয়ার করেনি।