নয়াদিল্লিঃ কর্ণাটকে (Karnataka) চাঞ্চল্যকর ঘটনা। স্কুল শিক্ষিকাকে (Teacher) গাছে বেঁধে নগ্ন করে নির্যাতনের অভিযোগ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে হাড়হিম করা অভিযোগ।জানা গিয়েছে,আক্রান্ত তরুণী গরে শান্তিগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষি। প্রতিদিনের মতোই স্কুল সেরে বাড়ি ফিরছিলেন তিনি। বাসারিকাট্টে গ্রাম সংলগ্ন এলাকায় তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতি। প্রকাশ্যে রাস্তায় তাঁকে নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ।
শিক্ষিকার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবমোগ্গার মেগগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে ভীষণ আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। অন্যদিকে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক দল গঠন করে চলছে তদন্ত প্রক্রিয়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কপ্পা মহকুমার ডিএসপি-সহ পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলার সঙ্গে অভিজুক্তদের ব্যক্তিগত কোনও বিবাদ ছিল না। কিন্তু এটি পরিকল্পিত বা প্রতিশোধমূলক ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় কর্ণাটকের শিক্ষক মহলে নিন্দের ঝড় উঠেছে। সেই সঙ্গেই প্রশ্নের মুখে কর্ণাটকের নারী নিরাপত্তা।
স্কুল শিক্ষিকা রাস্তায় নগ্ন করে নির্যাতন, অভিযোগের তীর অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে
Karnataka: Female school teacher stripped and brutally assaulted by labourer for rejecting his advances, accused Bhavith arrestedhttps://t.co/3bAxmzZReT
— OpIndia.com (@OpIndia_com) October 30, 2025