Akasa Flight (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ বিমানে (Flight) ফের আতঙ্ক টেক অফের আগেই বিমানের আপৎকালীন দরজা খুলে দিলেন এক যাত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাণসী থেকে মুম্বইগামী আকাশা এয়ারের বিমানে। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বারাণসী থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আকাশা এয়ারের কিউপি ১৪৯৭ বিমানটির কিন্তু টেক অফের আগেই আচমকা খুলে যায় বিমানের আপৎকালীন দরজা

বিমানে ছড়াল আতঙ্ক, খুলে গেল আপৎকালীন দরজা

গোটা বিমানে হুলস্থূল পড়ে যায় সঙ্গে সঙ্গে এসে পৌঁছয় নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলা হয় গোটা বিমানটিকে ওই যাত্রীকে নামিয়ে আনা হয় বিমান থেকে পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম সুজিত সিং উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা। কী কারণে এমন কাজ করলেন তিনি? জেরায় তিনি জানান নিছক কৌতূহলের বশে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি

টেক অফের আগে খুলে গেল বিমানের আপৎকালীন দরজা, গ্রেফতার যাত্রী