দিল্লি, ২২ নভেম্বর: দিল্লির তিহাড় জেলে বন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। তিহাড় জেলের (Tihar Jail) মধ্যে থাকাকালীন সময়ে ম্যাসাজ নিচ্ছেন দিল্লির মন্ত্রী। এবার এমনই একটি ভিডিয়ো ঘিরে শোরগোল শুরু হয়েছে। যেখানে সত্যেন্দ্র জৈন কোনও ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ম্যাসাজ নিচ্ছেন না। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির হাত থেকে সত্যেন্দ্র জৈন ম্যাসাজ নিচ্ছেন বলে দাবি করা হয়। সত্যেন্দ্র জৈনের ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হলে জেল কর্তৃপক্ষের তরফে মুখ খোলা হয়।
তিহাড় জেল সূত্রে খবর, যে ব্যক্তির হাত থেকে দিল্লির মন্ত্রী ম্যাসাজ নিচ্ছেন, তিনি কোনও ফিজিওথেরাপিস্ট নন। তিনি ধর্ষণে অভিযুক্ত এক বন্দি। ধর্ষণে অভিযুক্ত বন্দির হাত থেকেই আপমন্ত্রী ম্যাসাজ নিচ্ছেন বলে খবর মেলে।
#WATCH | CCTV video emerges of jailed Delhi minister and AAP leader Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/MnmigOppnd
— ANI (@ANI) November 19, 2022
সত্যেন্দ্র জৈনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিজেপির দাবি নস্যাৎ করে মুখ খোলোন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি দাবি করেন, ধর্ষণে অভিযুক্ত কারও কাছ থেকে ম্যাসাজ নেননি সত্যেন্দ্র জৈন। কেজরির ওই দাবি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে এবার তিহাড় কর্তৃপক্ষ সূত্রে মেলে খবর। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া দাবি করেন, সত্যেন্দ্র জৈনের যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, সেখানে তাঁর শরীরের ক্ষত সারানোর চেষ্টা করা হয়। সত্যেন্দ্র জৈনি কারও কাছ থেকে ম্যাসাজ নেননি বলে দাবি করেন মণীশ শিশোদিয়া। একজন অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। আর তা নিয়ে বিজেপি মজা, মশকরা করছে বলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।