Satwiksairaj Rankireddy and Chirag Shetty in Final of China Masters 2023 (Photo Credit: @abhi2810/ X)

Satwiksairaj Rankireddy-Chirag Shetty: প্যারিসে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (World Bandminton Championship 2025) পুরুষদের ডবলসে পদক জেতা নিশ্চিত করলেন ভারতে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শনিবার প্যারিসে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার আ্যারোন চিয়া (Aaron Chia) ও শো উই ইক (Soh Wooi Yik) জুটিকে ২১-১২, ২১-১৯ হারিয়ে অন্তত একটা ব্রোঞ্জ পদক জেতা নিশ্চিত করল ভারতের স্যাটচি জুটি। মালয়েশিয়ার এই চিয়াশো জুটির কাছেই গতবার প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হেরে পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সাত্ত্বিক সাইরাজ-চিরাগের। এক বছর পর সেই প্যারিসেই অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ তুলে নিলেন স্যাটচি। মালয়েশিয়ার এই জুটির কাছে গত তিনটি সাক্ষাতে হেরেছিলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগরা। কিন্তু এদিন প্রতিশোধের ম্যাচে অবিশ্বাস্য খেলে তিন বছর পর বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে তাদের দ্বিতীয় পদক জয়টা নিশ্চিত করলেন।

আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে স্যাটচির সামনে চিনের উই লিয়-বি চেন জুটি

আজ, রাত দশটা নাগাদ সেমিফাইনালে চিনের উই লিয়-বি চেন জুটির বিরুদ্ধে নামছেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ। এই ম্যাচে জিতলে প্রথম ভারতীয় জুটি হিসাবে বিশ্ব ব্যাডমিন্টনের ডবলসের ফাইনালে খেলার নজির গড়বেন স্যাটচি। আর হেরে গেলে ব্রোঞ্জ জিতবেন। জাপানের টোকিওতে আয়োজিত ২০২২ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডবলসে সাত্ত্বিক সাইরাজ-চিরাগ ব্রোঞ্জ জিতেছিলেন। চলতি বিশ্ব ব্য়াডমিন্টনে এটাই স্যাটচি জুটিই ভারতের পদক জয়ের শেষ আশা ছিলেন। গতকাল, সন্ধ্য়ায় কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু দারুণ লড়ে হারের পর ১৪৫ কোটির দেশের ব্য়াডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের শেষ আশা সাত্ত্বিক সাইরাজ-চিরাগ ভারতকে এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম পদকটা এনে দিলেন।

বিশ্ব ব্য়াডমিন্টনের ইতিিহাসে এটি ১৫তম পদক

বিশ্ব ব্যাডমিন্টনের ইতিহাসে ভারতের এটি ১৫তম পদক। ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতে বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ঐতিহাসিক পদকটা জিতেছিলেন। এরপর ২৮ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের দ্বিতীয় পদকটা জিতেছিলেন মহিলাদের ডবলসে জোয়ালা গাট্টা ও অশ্বিনী পোনাপ্পা। তারপর পিভি সিন্ধু মোট ১টি সোনা, ২টি রুপো সহ ৫টি পদক জেতেন। ২০১৫ বিশ্ব ব্যাডমিন্টনে রুপো ও ২০১৭ সালে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল। ২০১৯ বিশ্ব ব্য়াডমিন্টনে সোনা জেতেন সিন্ধু। সেবারই পুরুষদের সিঙ্গলসে রুপো জেতেন বি সাই প্রণিত। এরপর ২০২১ বিশ্ব ব্য়াডমিন্টনে কিদাম্বি শ্রীকান্ত রুপো ও লক্ষ্য সেন ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২২ বিশ্ব ব্যাডমিন্টনের ডবলসে ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ। আর তার পরের বছর পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন এইচ এস প্রণয়। এরপর চলতি বিশ্ব ব্যাডমিন্টনে পকদ জয় নিশ্চিত করলেন স্যাটচি জুটি।

বিশ্ব ব্য়াডমিন্টনের ইতিহাসে ভারতের পদক জয়ীরা--

১) পিভি সিন্ধু (১টি সোনা, ২টি রুপো, ২টি ব্রোঞ্জ)-৫টি

২) সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি (২টি পদক)

৩) সাইনা নেওয়াল (১টি রুপো, ১টি ব্রোঞ্জ)- ২টি পদক

৪) প্রকাশ পাড়ুকোন: বিশ্ব ব্য়াডমিন্টনে প্রথম ভারতীয় পদকজয়ী (১৯৮৩)

৫) সি সাই প্রণিত: ২০১৯ বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ

৬) কিদাম্বি শ্রীকান্ত: ২০২১ বিশ্ব ব্যাডমিন্টনে রুপো

৭) লক্ষ্য সেন: ২০২১ বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ

৮) এইচএস প্রণয়: ২০২৩ বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ

৯) জোয়ালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা- ব্রোঞ্জ- ২০১১ বিশ্ব ব্য়াডমিন্টন