Sara Ali Khan celebrates Independence Day (Photo Credit Instagram)

মুম্বই : অভিনেত্রী সারা আলি খান স্বাধীনতা দিবসে (Independence Day) দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে, সারাকে একটি সাদা কুর্তা সেট পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার সঙ্গে তিনি একটি তিরঙা রঙের দোপাট্টা (Tricolour Outfit) পরে রয়েছেন। ছবিটি শেয়ার করে সারা আলি (Sara Ali Khan) লিখেছেন, ‘শুভ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে, আসুন আমরা আমাদের দেশের যোদ্ধাদের স্মরণ করি, যারা আমাদের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। যারা আমাদের জাতিকে অদম্য শক্তি দিয়ে রক্ষা করছেন,তাঁদের অটল দৃঢ়তা ও চেতনাকে আমরা অভিবাদন জানাই। জয় হিন্দ।"

উল্লেখ্য, আগামীতে সইফ কন্যা সারা আলিকে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে। ‘এ মেরে ওয়াতান কে লোগো’ ছবিতে তিনি এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)