Sanjay Jha Led Deligation (Photo Credit: X@ANI)

বিদেশ সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে দেশে ফিরেছে জেডি (ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা-র নেতৃত্বাধীন সাংসদদের প্রতিনিধি দল। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সফরের পর জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা-র নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল দিল্লিতে এসে পৌঁছয়। এই প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী, বিজেপি সাংসদ বৃজ লাল, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি, কংগ্রেস নেতা সলমন খুরশিদ প্রমুখ। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলতে, এই বিদেশ সফরকে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন সবাই।

মঙ্গলবার মধ্যরাতেই কলকাতা পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress MP Abhishek Banerjee)। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে অভিষেক জানান, প্রায় ১৫ দিন ধরে পাঁচটি দেশে সফর করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। সেই দলে তিনিও ছিলেন। বিদেশ সফরে তুলে ধরা হয়েছে ভারতের বার্তা। বিভিন্ন দেশে কী কী আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে তা জানতে চেয়ে বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। তবে পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকার কারণে সেই বৈঠকে তিনি যোগ দিতে পারবেন না। ইতিমধ্যেই সেই কথা তিনি বিদেশমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছেন। অভিষেক বলেন, ‘‘আমার মতামত আমি লিখিত ভাবে সরকারকে জানাব।’’

 

অভিষেকের কথায়, "আমরা ৫টি দেশ সফর করেছি। আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রক আগামীকাল একটি সভা ডেকেছে। আমি সেখানে থাকতে পারব না। কালীগঞ্জ উপনির্বাচন আছে এবং আমার কিছু কাজ বাকি আছে। আমি বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছি। আমি আমার বক্তব্য সম্পর্কে লিখিতভাবে বিদেশ মন্ত্রককে অবহিত করব।"