রাজকুমার রাই (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভোটের আগেই অশান্ত বিহার (Bihar)। খুন (Murder) আরজেডি নেতা (RJD Leader)। বুধবার রাতে পাটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় রাজকুমার রাইয়ের। জানা গিয়েছে, এদিন রাতে পাটনার চিত্রগুপ্ত এলাকার মুন্নাচে। রাস্তায় গুলি করে হত্যা করা হয় ওই নেতাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গুলির ছটা খোল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে রাইয়ের ভোটে লড়ার কথা ছিল রাজকুমারের। জমি সংক্রান্ত কারবার ছিল তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।

এই ঘটনায় পাটনা পূর্বের এসপি পরিচয় কুমার বলেন, "রাজকুমার রাই নামে এক নেতাকে পাটনার ১৭ নম্বর সড়কের কাছে গুলি করে খুন করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের জমি-বাড়ির বেচাকেনার ব্যবসা ছিল। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"

ভোটের আগেই উত্তপ্ত বিহার, প্রকাশ্যে গুলি করে মারা হল লালু প্রসাদের দলের নেতাকে